হৃতিকের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া
এবি ডেস্কপ্রথমবারের মতো হৃতিক রৌশনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের হার্টথ্রুব নায়িকা আলিয়া ভাট।
জানা গেছে, ‘আশিকি-থ্রি'তে হৃতিকের নায়িকা হচ্ছেন আলিয়া। প্রথমে নাকি এই ছবির অফার পেয়েছিলেন সোনম কাপুর। কিন্তু সময় সমস্যায় পিছিয়ে যান নায়িকা।
পরিচালকের দ্বিতীয় পছন্দ ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু হৃতিক নাকি কঙ্গনার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ নন। তাদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল বলিউডে। সে কারণে কঙ্গনাও বাদ পড়েন এই ছবি থেকে। এরপর অফার আসে আলিয়ার কাছে। আর তাতে নাকি একবারেই রাজি হয়েছেন মহেশ-কন্যা। সত্যিই যদি এই ছবিতে আলিয়া অভিনয় করেন তবে নতুন এক জুটিকে দর্শকরা পর্দায় পাবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন