বন্যার স্বাধীনতা পদক জয়ে সংবর্ধনা

, , No Comments


বন্যার স্বাধীনতা পদক জয়ে সংবর্ধনা

Logoআপডেট:
শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬




1
এবি প্রতিবেদক
বাংলাদেশের
সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন দেশ বরেণ্য
রবীন্দ্রসংগীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা।





২৪ মার্চ (বৃহস্পতিবার) তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। শিল্পীর এই অর্জনে তাকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ
রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা।





আজ শুক্রবার, ২৫ মার্চ এ অনুষ্ঠানটি হবে শাহবাগের গণগ্রন্থাগারের
সেমিনার হলে। বিকাল সাড়ে পাঁচটার এ আয়োজনে উপস্থিত থাকবে দেশের প্রায় সব
কয়টি রবীন্দ্রসংগীতবিষয়ক সংগঠন। জানিয়েছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী
সংস্থার সভাপতি ও শিল্পী তপন মাহমুদ। এবারের স্বাধীনতা পদক পাচ্ছেন বিনোদন
অঙ্গনের দুই গুণী শিল্পী। বন্যা ছাড়াও অপরজন হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব
হাসান ইমাম।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন