অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন হাসিন!
আপডেট:
সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদকহঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মডেল-অভিনেত্রী হাসিন রওশন। দীর্ঘ পাঁচ বছর শোবিজে কাজ করার পর আজ রাত ৮টা ৪০ মিনিটে নিজের ফেসবুকে মিডিয়ায় কাজ করবেন না বলে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসের সূত্র ধরে হাসিনকে ফোন দিলে তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যি সত্যিই আমি আর মিডিয়ায় কাজ করছি না। এবার নিজেকে একটু সময় দিব। পরিবারকে সময় দিব।’ মিডিয়া ছেড়ে দেওয়ার পেছনে আর কোন কারণ আছে কি না জানতে চাইলে হাসিন বলেন, ‘না, না। এটা একান্তই ব্যক্তিগত কারণ। নিজ ইচ্ছাতেই মিডিয়া ছেড়ে দিচ্ছি।’
ভক্ত ও সহকর্মীদের অনেক মিস করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভক্তদের ভালোবাসাতেই আমি হাসিন রওশন। তাঁদেরকে অনেক মিস করব। মিস করব আমার সহকর্মীদেরও।’ ভবিষ্যতে আবারও মিডিয়ায় ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে হাসিন বলেন, ‘না। আপাতত আর কোন ইচ্ছেই নেই আমার।’ সবাই আমরা জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয় করার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে হাসিনের। তাঁর পুরো নাম হাসিন রওশন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সমাপ্ত করেন। তাঁর পৈতৃক বাড়ি রাজশাহীতে। সেখানেই বেড়ে হাসিনের। বাবা গোলাম নবী এবং মা মোস্তারী বেগম। স্বামী মারুফুল ইসলাম একজন ব্যবসায়ী। ‘আমাদের ছোট নদী’, ‘সখা হে’, ‘নো ম্যান্স ল্যান্ড’, ‘পুতুল মানুষ’ আর ‘ব্যাচেলর দ্য ফ্যামিলি’সহ অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে কাজ করেন তিনি। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেও সাড়া ফেলেন এই অভিনেত্রী।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন