‘মধ্য রাতে সাত মাইল’
এবি প্রতিবেদকনতুন বিয়ে করেছে ইমরান, স্ত্রী সন্তান সম্ভাবা, যুদ্ধ শুরু হয়েছে, শহর থেকে সবাই প্রায় গ্রামমুখী।
ইমরানের যুদ্ধে যাওয়ার ইচ্ছে কিন্তু মা’র কথা স্ত্রীর এই অবস্থায় স্ত্রীকে ফেলে যুদ্ধ যাওয়া যাবে না। এর মধ্যেই খবর আসে আজ রাতেই পাক সেনারা হানা দেবে। বাধ্য হয়ে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে পা বাড়ায়।
রাতের আঁধারে নৌকা করে পরে সাত মাইল হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে। কিন্তু শেষ পর্যন্ত ইমরানের স্ত্রী ও নবজাতক সন্তান স্বাধীন দেশের মুক্ত আলো দেখতে পাবে তো? রাবেয়া খাতুনের এমন একটি গল্প নিয়েই নির্মিত হলো স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘মধ্য রাতে সাত মাইল’। এতে জুটিবদ্ধ হয়েছেন তৌকির আহমেদ ও জেনি। চ্যানেল আই এর জন্য নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম।
‘মধ্য রাতে সাত মাইল’ নাটকটি প্রচার হবে আগামী ২৬ মার্চ রাত ৭টা ৫০ মিনিটে ‘চ্যানেল আই’তে। এ নাটকে আরো অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, রজত, শফিক খান দিলু প্রমুখ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন