, , No Comments

এপ্রিলে বড় পর্দায় অভিষেক অপ্সরার

Logoআপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
আগামী ২২ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী অপ্সরা অভিনীত প্রথম চলচ্চিত্র ''পরবাসিনী''।

স্বপন আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রটিতে অপ্সরা ছাড়া আরও অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা ইমন,রিত মজুমদার,সোহেল খান,সব্যসাচী চক্রবর্তী, দাউদ হোসাইন রনি, জুন মালিয়া প্রমুখ।

জানা গেছে, সায়েন্স ফিকশন ছবি ''পরবাসিনী'' পর্যায়ক্রমে মুক্তি পাবে পৃথিবীর বিভিন্ন দেশে। ছবিটি প্রসঙ্গে অপ্সরা বললেন,''আমার অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই আমি আনন্দিত। আশা করছি এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে দর্শকদের মন জয় করতে পারবো।''
উল্লেখ্য,২০১২ সালে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। তিন বছর ধরে চলচ্চিত্রটির কাজ চলে। অবশেষে গত বছর অক্টোবরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ''পরবাসিনী''। এর আগে মার্চে প্রাথমিকভাবে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হলেও পরবর্তীতে তা পেছানো হয়। মুক্তি পেতে যাচ্ছে এপ্রিলে।



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন