, , No Comments

ভাঙ্গা-গড়া নাট্যোৎসবে 'কঙ্কাল'

Logoআপডেট: শনিবার, ১২ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
'ভাঙ্গাগড়া নাট্যোৎসব'-এ আগামী ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‌ মঞ্চস্থ হবে নাট্যতীর্থের নাটক 'কঙ্কাল'।

বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিত এ নাট্যাসরে এটি 'কঙ্কাল'র ১৮তম প্রদর্শনী ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন নাট্যকার  রবিউল আলম এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন তপন হাফিজ। ফয়েজ জহিররে মঞ্চ এবং আলোক পরিকল্পনায় নাটকটির আবহ সংগীত করেছেন পরিমল মজুমদার। আইরিন পারভীন লোপার পোশাক পরিকল্পনায় কোরিওগ্রাফি করেছেন সামিউন জাহান দোলা।

'কঙ্কাল' নাটকটির কুশীলব হলেন তপন হাফিজ,সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু,  ইসমাইল আহমদ অয়ন, শাওন, নুরজাহান রহমান কলি প্রমুখ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন