টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের দুই জার্সি
এবি ক্রীড়া প্রতিবেদকআগামী ৯ই মার্চ ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর।
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের দুই ধরনের নতুন জার্সি উম্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাশরাফি বাহিনীর হাতে এই জার্সি তুলে দেওয়া হয়। এরপর জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপের জার্সি পরে এক ফটোসেশনেও অংশ নেন। যেখানে রয়েছেন মাহমদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। প্রতিবারের মতো এবারেও নতুন টুর্নামেন্টকে সামনে রেখে জার্সিতে আনা হয়েছে পরিবর্তন। তবে লাল-সবুজ দলের নতুন জার্সিতে লাল রঙটাই বেশি জায়গা করে নিয়েছে। পরিস্থিতি বুঝে জার্সি পরিবর্তন করে খেলবে মাশরাফিরা।
আগামী ৯ মার্চ বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ মিশন শুরু করবে টাইগাররা। এরপরে ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের মুখোমুখি হবে লাল সবুজের জার্সিরা। বাছাই পর্ব পার করলে সুপার টেনের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ৩ এপ্রিল পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠতম এই আসরের।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন