, , No Comments

ভক্তদের জন্য ‘এলআরবি’র নতুন উপহার

Logoআপডেট: রবিবার, ০৬ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
শ্রোতাদের জন্য শিগগিরই নতুন চমক নিয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘এলআরবি’।

প্রায় চার বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে স্বমানধন্য এই ব্যান্ডদলটি। অ্যালবামের নাম 'রাখে আল্লাহ মারে কে'। এটি তাদের ১৩তম সংকলন। এর মধ্যে আইয়ুব বাচ্চুর সুর আর ব্যান্ডের নিজস্ব সঙ্গীতায়োজনে বেশ কিছু গানের রেকর্ডিং শেষ হয়েছে। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করলেও গত চার বছর নতুন কোনো গান প্রকাশ করেনি এলআরবি।


অন্যদিকে ভক্তরাও নতুন গানের প্রত্যাশার কথা জানিয়েছেন। সেজন্য বিরতি দীর্ঘ না করে অ্যালবাম আয়োজন শুরু করেছে তাঁরা। বেশ কিছু গান রেকর্ড হয়েছে। সেখান থেকে নির্বাচিত গান নিয়ে অ্যালবাম সাজাব। অ্যালবামটি বছরের শেষ দিকে সিডি ও ডিজিটাল মাধ্যমে প্রকাশের পরিকল্পনা আছে বলেও ব্যান্ড সদস্যরা জানান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন