, , No Comments

নারী দিবসে ‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়ন

Logoআপডেট: সোমবার, ০৭ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
আগামীকাল ৮ই মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৬' উপলক্ষে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে স্বপ্নদলের দর্শকনন্দিত কাব্যনাট্য নাটক ‘চিত্রাঙ্গদা’।

সন্ধ্যা সাতটায় প্রতি বছরের ন্যায় এবারও নারী-নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা জানাবে স্বপ্নদল। আনুষ্ঠানিকতা শেষে থাকবে ‘চিত্রাঙ্গদা’র বিশেষ প্রদর্শনী।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আলোচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে স্বপ্নদল ২০১২ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন করে আসছে। শতবর্ষ পূর্বে পৃথিবীর কোথাও নারীর ভোটাধিকার পর্যন্ত না থাকলেও রবীন্দ্রনাথ প্রায় ১২৪ বছর আগে ১৮৯২-এ মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচিত এ কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-য় নারীকে যেভাবে আত্ম-অধিকারের সচেতনতাসহ সম্মানের আসনে আধিষ্ঠিত করেছেন, তার তুলনা সমগ্র বিশ্বশিল্প-সাহিত্যে বিরল।


রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬-এ তাঁর পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’, যেটি দেশে-বিদেশে অসংখ্যদলের মঞ্চায়নের মাধ্যমে সুপরিচিত। অন্যদিকে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ একটি দুরূহ ও অপ্রচলিত রচনা হিসেবে স্বীকৃত ছিল, এমনকি রবীন্দ্রনাথও কখনই এটি মঞ্চায়নে উদ্যোগী হননি। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে রচনার ১১৯ বছর পরে ২০১১-এ স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে প্রথম কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন সূচিত হয়।

  ইতোমধ্যে ৪৪টি সফল মঞ্চায়নসহ সর্বশেষ ২রা মার্চ ২০১৬ ভারতে ‘চিত্রাঙ্গদা’-র প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয় স্বপ্নদল। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেনÑ সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, রিমু, নাবলু,  তানভীর, শুভ, অমর, হ্যাপি, আলী, জুয়েনা, বিপুল, সাইদ, তীর্থ  প্রমুখ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন