, , No Comments

ঈদে একুশে টেলিভিশনের বিশেষ নাটক ‘চাইনিজ ডিগ্রি’

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
আসন্ন
পবিত্র ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ
অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘চাইনিজ ডিগ্রি’। নাটকটি রচনা ও
পরিচালনা করেছেন জীবন শাহদাৎ।






এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, কচি খন্দকার, আরিফ
মাহবুব তমাল, রাখি খন্দকার, রুপক সহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে-
পুরাতন ঢাকার চাউল ব্যাবসায়ী মৃত হাজী আজমল বেপারীর ছোট ছেলে সেলিম ব্যাপরী
ওরফে সেলিম খান (শারুখ খানের অন্ধ ভক্ত) সারা দিন বন্ধুদেন সাথে আড্ডা ও
শারুখখানকে অনুকরন করা নিয়ে ব্যাস্ত থাকে সে।






সেলিম খানের সাথে প্রেম থাকে একই পাড়ায় সদ্য এইচ.এস.সি পাস করা মেয়ে
রিনির সাথে। কমশিক্ষিত সেলিম খানের সাথে রিনির বড় ভাই তাদের বিয়ে মেনে
নিবেনা জেনে রিনি সেলিম খানকে পড়াশুনার জন্য চাপ দেয় অন্যথায় তার ভাই সেলিম
খানের সাথে বিয়ে দিবে না বলে জানিয়ে দেয়। এতে সেলিম খান অপমান বোধ করে।






রাতে ঘুমাতে গেলে সেলিম খানের মনে পড়ে এ্কই সাথে রিনি আর তার সম্পর্কের
ব্যাপরে রিনির বড় ভাইয়ের সিদ্ধান্তের কথা মনে হওয়ায় সে বিচলিত হয়ে পড়ে।
ডিগ্রি নেওয়ার ব্যাপরে সে বন্ধু রুপক ও এস এম এস ভাইয়ের শরনাপন্ন হয়। সদ্য
সৌদি আরব ফেরৎ এস এম এস ভাইয়ের দুষ্ট বুদ্দিতে সেলিম খান ‘চীনে’গিয়ে চাইনিজ
ডিগ্রি আনার সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় চিনে গিয়ে এডজাষ্ট হবার
লক্ষে চায়না সংস্কৃতির সাথে সামঞ্জস্য রাখার জন্য বেশ ব্যাস্ত হয়ে পড়ে।






অতপর সেলিম খান চাইনিজ পোশাক, চাইনিজ খাবার ও চায়না ভাষাসহ চায়নার
বিভিন্ন সংস্কৃতি আয়ত্বে আনার চেষ্টা করতে থাকে। এতে এলাকায় একে একে
হাস্যকর ঘটনা সৃষ্টি হতে থাকে। এক সময়ে এসে ঘটনাটি একেটি অন্য নাটকীয়তার
মোড় নেয়। ঈদের দিন রাত ৯টা ২০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন