, , No Comments

পাকিস্তানে ম্যাডোনার স্কুল

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
1

এবি ডেস্ক
পাকিস্তানের
করাচিতে একটি বিদ্যালয় স্থাপন করলেন আমেরিকার খ্যাতনামা কণ্ঠশিল্পী
ম্যাডোনা। বিদ্যালয়টির নাম ড্রিম মডেল স্ট্রিট স্কুল।  ইতিমধ্যে
শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এর দরজা।


এখন পর্যন্ত এখানে ১ হাজার ২০০ শিশু ভর্তি হয়েছে। ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খবরটি দিয়েছেন ম্যাডোনা নিজেই।

৫৬ বছর বয়সী বিশ্বখ্যাত মার্কিন এই পপসম্রাজ্ঞী বলেছেন, ‘পাকিস্তানের
ভালোবাসার বিপ্লব চলছে! ড্রিম স্কুল স্থাপনার কাজ অবশেষে সমাপ্ত হয়েছে।
১২০০ শিশু এখানে এখন পড়ছে।


শ্রেণীকক্ষে ল্যাপটপসহ মেয়েদের পড়াশোনার করার একটি স্থিরচিত্রও পোস্ট
করেছেন ম্যাডোনা। এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেয়েরা পড়ছে তাদের ড্রিম
স্কুলে। গত বছর ম্যাডোনা জানা, করাচির উপকণ্ঠে একটি বিদ্যালয় গড়ার জন্য
অর্থ তহবিল সংগ্রহ করছেন।0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন