, , No Comments

১২ রকমের জর্দা দিয়ে দশ মিনিট পর পর পান খায় মোশাররফ করিম

Logoআপডেট:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪




3

এবি প্রতিবেদক
ঈদের
বিশেষ একটি নাটকে অভিনয় করতে গিয়ে টানা দুই দিন ১২ রকমের জর্দা দিয়ে দশ
মিনিট পর পর পান খেতে হয়েছে মোশাররফ করিমকে। নাটকের নাম ‘সেই রকম পানখোর’।






আশরাফুল চনচলের লেখায় এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। বাস্তব জীবনে পান
খাওয়ার অভ্যাস না থাকলেও নাটকে বাধ্য হয়ে পান খেতে হয়েছে তাকে। তাও আবার
টানা দুই দিন দশ মিনিট পরপর পান চিবাতে হয় তাকে।






নাটকটিতে তার চরিত্রটি ছিল সারাক্ষণ পান চিবানো। এতে দেখা যাবে ১২ রকমের
জর্দা না হলে সে পান খায় না। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,
‘কয়েকটা পান চিবালেই মুখ ব্যথা হয়ে যায়। একদিন কাজ করার পরই আমার মুখে
প্রচন্ড ব্যথা। মুখের ভেতরের বিভিন্ন জায়গা ছিঁলে গেলো। যা খাই, কিছুরই
স্বাদ পাই না।







শেষমেষ একটা বুদ্ধি করলেন ‘সেই রকম পানখোর’ নাটকের পরিচালক মারুফ
মিঠু। কী সেটা? ‘পান-সুপারি একসঙ্গে বেঁটে প্রস্তুত করে রাখা হতো। দরকার
হলেই হাজির হয়ে যাচ্ছে। চিবানোর ঝামেলা নেই। কিন্তু এত পান খেলে আসলেই
অন্যকিছু খাওয়ার রুচি কমে যায়। মাশাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন
নাদিয়া, রোবেনা রেজা জুঁই প্রমুখ। নাটকের দৃশ্যধারণ হয়েছে পুবাইলে।
বাংলাভিশনে ঈদের পরদিন রাত ৮টায় প্রচার হবে এটি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন