, , No Comments

এই প্রথম একসঙ্গে হায়াত দম্পতি

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
স্ত্রী
মাহফুজা খাতুন শিরিন হায়াতকে নিয়ে প্রথমবারের মতো কোন টিভি অনুষ্ঠানে অংশ
নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার আবুল হায়াত।






এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনে ‘ভালোবাসা কারে কয়’ নামের একটি অনুষ্ঠানে
অংশ নিবেন তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া আহমেদ। এ প্রসঙ্গে
মাছরাঙা টেলিভিশনের হেড অব ইভেন্টস কবির বকুল জানান, আবুল হায়াত ও শিরিন
হায়াত তাদের সংসার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য দিক নিয়ে কথা
বলবেন।






সঙ্গে থাকবে আতাউর রহমান, শর্মিলী আহমেদ, তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের মন্তব্য। ‘ভালোবাসা কারে কয়’ প্রযোজনা করছেন ফয়েজ রেজা।
প্রসঙ্গত, আবুল হায়াতের পরিচয় তিনি একাধারে অভিনেতা, নাট্যকার, নাট্যপরিচালক এবং প্রকৌশলী।






১৯৭০ সালে আবুল হায়াত বিয়ে করেন তার মেজ বোনের ননদ মাহফুজা খাতুন
শিরিনকে। নিজের পছন্দেই বিয়ে করেছিলেন তিনি। ১৯৭১ সালের ২৩ মার্চ
মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে জন্ম নেয় আবুল হায়াত ও শিরিন হায়াত দম্পতির
সন্তান বিপাশা হায়াত।






ছয় বছর পর জন্ম নেয় নাতাশা। তারা দু’জনেই জনপ্রিয় অভিনেত্রী। দুই মেয়ের
মতো বাবাকেও ছোট পর্দায় দেখেছে দর্শক। কিন্তু সহধর্মিণী শিরিন হায়াতকে নিয়ে
এখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেননি আবুল হায়াত। তাই এবারই প্রথম
স্ত্রীকে নিয়ে কোন টিভি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন