, , No Comments

মেসিকে ছাড়াই প্রতিশোধ নিলো আর্জেন্টিনা

Logoআপডেট:
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৪




2

এবি- ক্রীড়া ডেস্ক
ফুটবলের
‘জাদুকর’ লিওনেল মেসিকে ছাড়াই প্রতিশোধের ম্যাচে সহজ জয়ই পেয়েছে
আর্জেন্টিনা। ফিরতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে
প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে ম্যারাডোনার উত্তরসূরিরা।






ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেনি মেসি। তবে মেসি না থাকলেও আনহেল দি
মারিয়ার জাদুকরী খেলায় বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দেয় লাতিন আমেরিকার দেশ
আর্জেন্টিনা। এ খেলায় আগুয়েরো, এরিক লামেলা ও ফেদেরিকো ফার্নান্দেসের তিনটি
গোলে অবদান রাখার পাশাপাশি মারিয়া করেছেন একটি গোল। জার্মানির গোল দুটি
করেন আন্দ্রে শুরলে ও মারিও গোটসে।






বিশ্বকাপ ফাইনালে এই দুজনই ভেঙেছিলেন আর্জেন্টিনার তৃতীয় শিরোপার
স্বপ্ন। বুধবার রাতে জার্মানির মাঠে আর্জেন্টিনার হয়ে ২০তম মিনিটে প্রথম
গোলটি বানিয়ে দেন ডি মারিয়া। তার নিখুঁত পাস পেয়ে  খুব কাছ থেকে নেয়া শটে
জার্মানিকে ভড়কে দেন  আগুয়েরো। ৪০তম মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটির
উৎসও মারিয়া। তার ক্রস থেকে বাঁ পায়ের শটে মানুয়েল নায়ারকে বোকা বানান
লামেলা।






প্রথমার্ধে তিনটি সুযোগ নষ্ট করেন দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া স্ট্রাইকার
মারিও গোমেজ। বিশ্বকাপের সেরা গোলরক্ষক নায়ারকে দ্বিতীয়ার্ধে আর নামাননি
জার্মানির কোচ । দ্বিতীয়ার্ধে নয়ারের বদলি নামেন রোমান ভাইডেনফেলার। বিরতির
আগেই ২ গোল করা আর্জেন্টিনা বিরতির পরেই জার্মানির জালে আরো দুইবার বল
জড়ায়। ৪৭তম মিনিটে দি মারিয়ার ফ্রি-কিক থেকে ফার্নান্দেসের হেড ব্যবধান ৩-০
করে ফেলে। তিন মিনিট পর নিজেই গোল করেন মারিয়া। পাবলো সাবালেতার কাছ থেকে
বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষক ভাইডেনফেলারের মাথার ওপর দিয়ে আলতো চিপ করে বল
জালে পাঠান এই তারকা। দুই মিনিট পর শুরলের গোলে ব্যবধান কমায় জার্মানি।
৭৬তম মিনিটে বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা গোটসের শট বারে লেগে ফিরলে
হতাশ হতে হয় জার্মানিকে। তবে দুই মিনিট পর ঠিকই আর্জেন্টিনার জাল খুঁজে পান
বদলি হিসেবে নামা গোটসে। তার শট ফার্নান্দেসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার কোচ হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে
বার্সার সদ্য সাবেক কোচ জেরার্দো মার্টিনোর।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন