, , No Comments

আবারও অধিনায়কত্ব পেলেন মাশরাফি

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪






এবি- ক্রীড়া প্রতিবেদক
টেস্ট
ও ওয়ানডে দলের জন্য আলাদা অধিনায়ক নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন দলের অন্যতম
অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।






তার সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। অন্যদিকে
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমই থাকছেন। সহ-অধিনায়কের
দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট
স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া
হয়। সভায় ক্রিকেটরে দুই ফরমেটের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক নির্বাচন করা হয়।






এর আগে দক্ষিণ কোরিয়ায় সফররত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব
অস্থায়ীভাবে পান মাশরাফি। তারপরই গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন ঈঙ্গিত দিয়েছিলেন ক্রিকেটের দুই ফরমেটে ভিন্ন অধিনায়ক
নির্বাচনের বিষয়ে।






তখন সম্ভাব্য অধিনায়ক হিসেবে মাশরাফি, তামিম ও সাকিবের কথা জানান তিনি।
আর অভিজ্ঞতার কারণে মাশরাফি এগিয়ে থাকবেন এমন ঈঙ্গিতও মিলেছিল তখন। অবশেষে
বোর্ড মিটিংয়ে ওয়ানডের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হলো মাশরাফিকেই।







প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন
মাশরাফি বিন মুর্তজা। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬.৩ ওভার বোলিং
করেই ইনজুরিতে পরেন তিনি। ২০১০ সালে আবারও ফিরে দলকে ওয়ানডেতে নেতৃত্ব দেন ৭
ম্যাচে। তারপর আবারও ইনজুরি কেড়ে নেয় তার অধিনায়কত্ব। তখন অধিনায়কের
দায়িত্ব নেন সাকিব আল হাসান।





0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন