, , No Comments

ভারতীয় সিনেমা প্রদর্শন নিয়ে ফেরদৌসের বিতর্কিত বক্তব্য!

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
ভারতীয়
সিনেমা এ দেশের প্রেক্ষাগৃহে চলবে কি না, এ নিয়ে সিনেমা পাড়ায় অনেক দিন
ধরেই নানা গুঞ্জন চলে আসছে। কেউ কেউ বলেছেন এ দেশের হলগুলোতে ভারতীয় সিনেমা
দেখানো একেবারেই ঠিক হবে না।






আবার একদল বলছেন ভারতীয় সিনেমা আমদানি করা হলে এ দেশের হলের উন্নতি হবে।
বেঁচে যাবে ধুঁকে ধুঁকে বন্ধের পথে হল গুলো। ভারতীয় সিনেমা নিয়ে যখন নানা
বিতর্ক চলছে ঠিক সেই সময়, নতুন ভাবে বিতর্কে যোগ দিলেন চিত্রনায়ক ফেরদৌস।






তাঁর মতে, ভারতীয় সিনেমা আমদানীতে দোষের কিছু নেই! এ প্রসঙ্গে ফেরদৌস
বলেন, বাংলাদেশের হলগুলোতে ভারতীয় সিনেমা প্রদর্শিত হলে হলগুলোর আধুনিকায়ন
হবে। তবে একইসঙ্গে বাংলাদেশি সিনেমাগুলো ভারতের হলে প্রদর্শনেরও পদক্ষেপ
নেওয়া উচিত বলে মনে করেন তিনি। এক সময় ঢাকাই সিনেমা আর টালিগঞ্জে সমান
পদচারণা ছিল ফেরদৌসের।






কিছুদিনের বিরতির পর আবার কলকাতার সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এ
প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনোদন সাংবাদিক বলেন, বাংলাদেশের
চলচ্চিত্রে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সময়টি ছিল একটি কালো অধ্যায়। এ সময়
অর্ধ-নগ্ন সিনেমার কালো থাবা এদেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে হল বিমুখ
করে। কিন্তু তারাই ছিল বাংলা সিনেমার দর্শকদের মাঝে সবচেয়ে বেশী। বর্তমানে
বাংলা সিনেমা কিছুটা ভালো সময় যাচ্ছে, তবে খুব ভালো নয় এটি। তিনি আরো বলেন,
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে চলচ্চিত্র নির্মাণে ব্যয় কমেছে। এছাড়াও অনেক
নতুন সম্ভাবনাময় তরুণ-তরুণীরা ক্যামেরার সামনে ও পেছনে আসছে। সুতরাং,
ভারতীয় সিনেমা এ দেশের হলে প্রদর্শনের মতো এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত
নেয়া মোটেই ঠিক হবে না। তাঁর কারণ প্রযুক্তি ও বাজেটের দিক থেকে আমরা এখনো
তাদের সমান হতে পারিনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন