রুমির সাক্ষ্যগ্রহণ ১৬ অক্টোবর
আপডেট:
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
এবি প্রতিবেদক
প্রথম
স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার যৌতুকের মামলায় অভিযুক্ত কন্ঠশিল্পী আরফিন
রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরেফুর রহমান এ দিন
ধার্য করেন।
এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও রুমীর আইনজীবী সৈয়েদ রেজওয়ানুর
রহমান সময়ের আবেদন করেন। এতে বলা, মামলাটি আপোষ মিমাংসা করার জন্য সময়ের
প্রয়োজন। অন্য দিকে অনন্যার আইনজীবী সাক্ষী নেওয়ার কথা বলেন। আদালত উভয়
পক্ষের শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, শেষ বারের মত সময় মঞ্জুর
করা হল। এর মধ্যে যদি আপোষ মিমাংসা না হয় আদালত তার নিজের গতিতে চলবে। এ
সময় আরফিন রুমী ও তার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা আদালতে উপস্থিত
ছিলেন। ২০০৮ সালের ৪ এপ্রিল বিয়ে হয় রুমি ও অনন্যার। আরিয়ান নামে তাদের
একটি পুত্র সন্তান আছে। মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে আমেরিকা প্রবাসী
কামরুননেসাকে বিয়ে করেন আরফিন রুমি। ওই বিয়ের কিছুদিন পরই দ্বিতীয় স্ত্রীকে
নিয়ে আমেরিকায় চলে যান রুমী। আমেরিকায় যাওয়ার পর বন্ধ করে দেন ছেলে ও
প্রথম স্ত্রীর ভরণপোষণ। শুধু তাই নয়, আমেরিকা থেকে ফিরে ২০ লাখ টাকা
যৌতুকের দাবিতে নিয়মিত অনন্যাকে নির্যাতন করতেন কণ্ঠশিল্পী আরফিন রুমী।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন