মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি
আপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
এবি প্রতিবেদক
ডাক
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা
থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
নিউইয়র্কে পবিত্র হজ্ব, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ
জয়ের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা
গেছে, লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সিদ্ধান্ত দিয়েছেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যেমগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে
চলছে। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মন্ত্রিসভা থেকে
তাঁকে বহিষ্কার ও শাস্তির দাবি করেন।
এদিকে আব্দুল লতিফ সিদ্দিকীর এমন কটুক্তি মন্তব্যের তীব্র
প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি
বলেছেন, মন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য দেয়া অনভিপ্রেত
অশোভন ও দু:খজনক। মন্ত্রীর এ বক্তব্য যুক্তরাজ্যে থাকা প্রধানমন্ত্রীর
গোচরে আনা হয়েছে। তিনি দেশে ফিরলেই দলীয় ও সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে।
মেঙ্গলবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার
বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে দ্বিতীয় ফুট ওভার ব্রিজের উদ্ধোধন
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দলের নিয়ম
মেনেই মন্তব্য করা উচিত। দায়িত্বশীল পদে থেকে সবারই দায়িত্বশীল হওয়া উচিত।
দায়িত্বশীল অবস্থানে থেকে অশোভন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এ ধরনের
মন্তব্য কিংবা আচরণ সমীচীন নয়।
মন্ত্রী আরও বলেন, সজীব ওয়াজেদ জয় সরকারে নেই বলে যে মন্তব্য করা হয়েছে
তা সঠিক নয়। জয় সরকারে রয়েছেন। তিনি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি
উপদেষ্টা। আওয়ামী লীগের ভবিষ্যত নেতা।
উল্লেখ্য,গত ২৮ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি
হোটেলে স্থানীয় টাঙ্গাইল জেলা সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে রাসুল সা.,
পবিত্র হজ, সজিব ওয়াজেদ জয় ও তাবলীগ জামায়াতের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য
করেন। পবিত্র হজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের
ঘোরতর বিরোধী।
আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি
বিরোধী। তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক
আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু
রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।
মন্ত্রী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের
পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। হজ কিভাবে এসেছে এর ব্যাখ্যা
দিয়ে মন্ত্রী বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল
আরবের লোকেরা কিভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে
আমার অনুসারীরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে।
এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলিগ জামাতের সমালোচনা করে
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত
করে।
নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়ি-ঘোড়া তারা বন্ধ করে দেয়। এমনকি
তিনি তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয়ের বিষয়েও
বিরূপ মন্তব্য করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, কথায় কথায়
আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে। জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি
কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন