, , No Comments

চলচ্চিত্রে দুই যুগ পার করলেন মৌসুমি

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
1

এবি প্রতিবেদক
বাংলা
চলচ্চিত্র জগতে ক্যারিয়ারের দুই যুগ অতিক্রম করলেন চিত্রনায়িকা মৌসুমি।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন
তিনি।


এতে তাঁর বিপরীতে ছিলেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা সালমান শাহ্। ছবিটিতে
নৈপুন্য অভিনয়ের মাধ্যেমে দেশব্যাপী ব্যাপক আলোচিত ও জনপ্রিয় হন মৌসুমি।
তারপর একে একে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।


মূলত মৌসুমি বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল অভিনেত্রী। যিনি অভিনয় শৈলী
দিয়ে জয় করেছেন হাজারো ভক্তের হৃদয়। এদিকে তার সমসাময়িক নায়িকা শাবনাজ,
শাবনূর, পূর্ণিমা ও পপি সময়ের পালাবদলে হারিয়ে গেছেন। তারা চলচ্চিত্র থেকে
বিদায় নিয়েছেন। কিন্তু মৌসুমী এখনো দাপটের সঙ্গে মিডিয়া অঙ্গনে টিকে
রয়েছেন।


শুধু তাই নয়; দিনকে দিন তার ব্যস্ততা ক্রমে বেড়েই চলছে। চলচ্চিত্রে
অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায়ও সরব রয়েছেন। গত কয়েকমাস ধরে তিনি নিয়মিতই
নাটক ও টেলিফিল্মে অভিনয় করে যাচ্ছেন।বর্তমানে তিন সিনেমার কাজ নিয়ে বান্দরবানে রয়েছেন তিনি। সিনেমা
তিনটি হচ্ছে 'শূন্য হৃদয়', 'ভালবাসবে তো' ও 'মন জানে না মনের ঠিকানা'। এর
মধ্যে 'শূন্য হৃদয়' সিনেমা র পরিচালক মৌসুমী নিজেই। 'ভালবাসবে তো' সদ্য
প্রয়াত পরিচালক বেলাল আহমেদের অসমাপ্ত সিনেমা। সিনেমাটি শেষ করার দায়িত্ব
নিয়েছেন মৌসুমী।


তৃতীয় সিনেমা 'মন জানে না মনের ঠিকানা' পরিচালনা করেছেন মুশফিকুর রহমান
গুলজার। তিনটি সিনেমাই ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। 'শূন্য
হৃদয়' সিনেমাতে মৌসুমীর সঙ্গে রয়েছেন ফেরদৌস। 'ভালবাসবে তো' সিনেমাতে
মৌসুমীর নায়ক নিলয়। আর 'মন জানে না মনের ঠিকানা'য় তার সহশিল্পী হিসেবে
রয়েছেন ফেরদৌস ও সাজ্জাদ।


এছাড়া মৌসুমীর হাতে আরো ৮-১০টি সিনেমা রয়েছে। এর অধিকাংশই মুক্তি
প্রতীক্ষায়। সিনেমাগুলো হলো- 'এক কাপ চা', 'লিডার', 'সৌভাগ্য', 'মায়ের মতো
ভাবী', 'লীলামন্থন', 'উপমা' প্রভৃতি। তবে দুঃখের বিষয়, আসন্ন ঈদে মৌসুমীর
কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। কিন্তু তারপরও ঈদে দর্শকরা তাকে দেখতে
পাবেন।


কারণ ঈদ উপলক্ষে ছোটপর্দার জন্য 'চাঁদমুখ' নামে একটি টেলিছবিতে অভিনয়
করেছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় এবার
আর সেভাবে নাটক-টেলিছবিতে অভিনয় করতে পারিনি। তবে বেশ কিছুদিন আগে
'চাঁদমুখ' টেলিছবির কাজটি করে রেখেছিলাম। আসন্ন ঈদের অনুষ্ঠানমালাতে এটি
প্রচার হবে। তাই ঈদে এই একটি মাত্র টেলিছবিতেই দর্শকরা আমাকে দেখতে পাবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন