মৌসুমীর উপস্থাপনায় ‘নায়করাজের চার যুগ’
আপডেট:
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
এবি প্রতিবেদক
বাংলা
চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক তার অভিনয় জীবনের চার যুগ অতিক্রম
করছেন। এ উপলক্ষে চ্যানেল আই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
‘নায়করাজের চার যুগ’ শিরোনামের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী
মৌসুমী। এতে চারযুগের ক্যারিয়ারের নানা স্মৃতি রোমন্থন করবেন রাজ্জাক।
চলচ্চিত্রে আসার আগের জীবন, নায়ক হয়ে ওঠা, জহির রায়হানের সঙ্গে পরিচয়
থেকে ‘বেহুলা’য় কাজ করা, চার নায়িকা শবনম, কবরী, শাবানা ও ববিতার কথা,
অভিনয় জীবনে স্ত্রী লক্ষ্মীর অবদান, দ্ইু ছেলে বাপ্পারাজ ও সম্রাটের গল্প,
বিভিন্ন মজার স্মৃতি, প্রেম, সহকর্মীদের কথা জানাবেন তিনি।
প্রয়াত সাংবাদিক আহ্মদ জামান চৌধুরীর কাছ থেকে নায়করাজ উপাধি পাওয়ার
কথাও জানান রাজ্জাক। অভিনয় জীবনের চার যুগ পার করা প্রসঙ্গে রাজ্জাক বলেন,
‘দীর্ঘদিন পর ব্যক্তিজীবনের এতোসব বিষয় নিয়ে কোনো অনুষ্ঠানে কথা বলেছি।
মৌসুমী বলেন, ‘এমন একজন ব্যক্তিত্বর মুখোমুখি হয়ে অনুষ্ঠান সঞ্চালনার সুযোগ
পাওয়ায় আমি খুশি। ‘নায়করাজের চার যুগ’-এর পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনা
করেছেন বাচসাস সভাপতি আবদুর রহমান। তিনি জানান, অনুষ্ঠানটি শিগগিরই চ্যানেল
আইয়ের পর্দায় দেখা যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন