, , No Comments

নাটক পাড়ায় হবে ‘শব্দ নাট্যোৎসব’

Logoআপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
এবি প্রতিবেদক
‘নির্মাণ ও ঐতিহ্যের ১৯ বছর’ শ্লোগানে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টম্বর-২০১৪ অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী ‘শব্দ নাট্যোৎসব-২০১৪’।

প্রতিশ্রুতিশীল নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ নাট্যাসর।

দলের ৫টি মঞ্চসফল নাটক নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত এ নাট্যায়োজন। ২৫ সেপ্টম্বর উদ্বোধনী আসওে মঞ্চস্থ হবে সমীর দাস গুপ্ত রচিত ও অনন্ত হিরা নির্দেশিত নাটক ‘তৃতীয় একজন’। সন্তোষ চক্রবর্তীর রচনা ও খোরশেদুল আলমের  নির্দেশনায় ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ২৬ সেপ্টম্বর। একই দিনে মঞ্চস্থ হবে বের্টোল্ট ব্রেখট মূল রচনা ও  অমিত চন্দের রূপান্তরিত নাটক ‘রাইফেল’।

২৭ সেপ্টম্বর শান্তুনু বিশ্বাস রচিত ‘ইনফরমার’ এবং চন্দন সেনের  দর্পণ সাক্ষী মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের বর্ণীল এআয়োজন। উল্লেখ্য, ১৯৯৫ সালে বন্দর নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করা নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরবর্তীতে ২০০৭ সালে ঢাকার দল হিসাবে আত্ম প্রকাশ করে। এটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ভুক্ত একটি সক্রিয় নাট্য দল।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন