, , No Comments

নগ্নতা আর গানে মঞ্চ মাতালেন মাইলি

Logoআপডেট:
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
2

এবি ডেস্ক
গান
গেয়ে যতটা খ্যাতি কুড়িয়েছেন উশৃঙ্খল অঙ্গভঙ্গির জন্য তার চেয়ে বেশি
সমালোচিত হয়েছে হলিউড অভিনেত্রী ও কন্ঠশিল্পী মাইলি সাইরাস। সব সময়ই নতুন
নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন 'ডিজনি গার্ল' খ্যাত ২১ বছর
বয়সি এ পপ তারক।


এরই ধারাবাহিকতায় আবারও একটি কনসার্টে অশ্লীল অঙ্গভঙ্গি দ্বারা গান
গাইলেন তিনি। এবারের পার্টি আয়োজিত হয়েছিল বুশউইকে। ওয়্যারহাউস থিমের এই
পার্টি ঘিরেও সেলিব্রিটিদের ভিড় ছিল দেখার মতো।


তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন মাইলি। রেভ পার্টিতে তার শরীরের উর্ধ্বাংশে
কোনও তথাকথিত পোশাক ছিল না। স্তনবৃন্ত ঢাকতে শুধুমাত্র দু'টি আইসক্রিম
কোনের আকারের পেস্টি ব্যবহার করেছিলেন মাইলি। তার চোখ ঢাকা ছিল ক্যাট আই
সানগ্লাসে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, স্টেজের উপরে যৌনতা ছড়াতেও
জুড়ি ছিল না তার। উদ্দাম নাচের মাধ্যমে যৌন মিলনের নানা বিভঙ্গ তুলে ধরেন
মাইলি।


আর সারা সন্ধে হোস্ট আলেকজান্দার ওয়্যাংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা সকলেরই
নজর কেড়েছে। বিখ্যাত লোকশিল্পী বিলি রে সাইরাসের মেয়ে মাইলি ছোটবেলা থেকেই
জনপ্রিয়তার স্বাদ পেতে অভ্যস্ত। শিশু অভিনেতা হিসেবে হিট টেলি সিরিজ 'হানা
মন্ট্যানা'-এ প্রশংসা কুড়োন তিনি। পরবর্তীকালে পপ ও র্যা প শিল্পী হিসেবে
নিজেকে মেলে ধরার নিরন্তর প্রয়াসে মগ্ন এই তারকা।


তবে মিডিয়ার নজর কাড়তে অনেক সময়েই নানা কিম্ভূত কা-কারখানা করে
নিন্দুকদের নিশানা হয়ে ওঠার ব্যাপারে তার খ্যাতি রয়েছে। ওয়্যাংয়ের পার্টিতে
মাইলির এই 'দুঃসাহসিক' উপস্থিতি নিয়ে অবশ্য সমালোচনায় মুখর হয়েছেন অনেকে।
সোশ্যাল মিডিয়া পোস্টে সে রাতে তোলা মাইলির ছবির নীচে জমা হয়েছে নানা
কটূক্তি। তবে তাতে আদৌ এই বিতর্কিত শিল্পীর কিছু এসে যায় বলে মনে করছেন না
তার ভক্তকূল। তথ্যসূত্র- ওয়েবসাইট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন