, , No Comments

কুনালের সঙ্গে লিভিং টুগেদার নিয়ে মুখ খুললেন সোহা

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
1

এবি ডেস্ক
সিনেমায়
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, প্রেম ও বিকিনি ফটোশুট নিয়ে বিভিন্ন সময় আলোচনায়
এসেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোহা আলি খান। দীর্ঘদিন থেকে বলিউড
অভিনেতা কুনাল খেমুর সাথে প্রেম করে যাচ্ছেন তিনি৷


সম্পর্কটি নতুন কিছু না হলেও সম্প্রতি কুনালের সঙ্গে লিভিং টুগেদার নিয়ে
মুখ খুললেন সোহা। তার মতে, বিয়ের পরে স্বামী-স্ত্রীর প্রেম কমে যায়, একজন
আরেকজনকে তোয়াক্কা না করা মূল কথা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেই একে অপরের প্রতি
ভালো লাগাও কমতে থাকে।


আর এ কারণেই সোহা এখন পর্যন্ত বিয়ে করতে রাজি হয়নি।  তিনি বলেন, বিয়ের
আগেই লিভিং টুগেদার আমার কাছে অধিক প্রিয়। এছাড়া সন্তান নেয়ার ব্যাপারে
সোহা জানান- বিয়ের আগে ‘মা’ হওয়া আমার পক্ষে সম্ভব না।


সোহার ভাষ্যমতে,‘মা’ হওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে৷ সোহার মতে এই
মুহুর্তে ইচ্ছা হলেই ব্যাগ গুছিয়ে ছুটি কাটানোর উদ্দেশ্যে বেড়িয়ে পড়া যায়৷
আর একটা বাচ্চা সামলানো মানে অনেক গুরুদায়িত্ব পালন করা৷


কিন্তু যখন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই এই বিষয়ে
ভাবনাচিন্তা করবেন৷ ২০০৬ সালে ‘রং দে বসন্তী’-তে সোনিয়ার চরিত্রে জনপ্রিয়
হন সোহা আলি খান৷ এরপর আরও অনেক ছবিতে তাঁর অভিনয় প্রশংসীত হয়৷


২০১৪ সালে ‘মিস্টার জো ভি করভ্যালো’-র পর আগামী ছবি ‘চারফুটিয়া
চোকারে’-তে একজন এনআরআই-র চরিত্রে দেখা যাবে তাঁকে৷ এছাড়াও জাতীয়
পুরষ্কারপ্রাপ্ত পরিচালক শিবাজী লোটান পাতিলের পরিচালনায় ১৯৮৪ সালের শিখ
বিরোধী দাঙ্গাঁর প্রেক্ষাপটের একটি ছবিতে কাজ করতে পারেন সোহা আলি
খান৷

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন