, , No Comments

লন্ডনে ফুটপাতে কারিনার ধূমপান

Logoআপডেট:
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪


এবি ডেস্ক
লন্ডনে জনসমক্ষে ধূমপান
করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। কিন্তু কেন তিনি এমনটা
করতে গেলেন? সাইফ আলি খান তার ৪৪তম জন্মদিন কাটাতে তাকে নিয়ে উড়াল
দিয়েছিলেন সেখানে।তারা উঠেছিলেন ক্ল্যারিজ হোটেলে। সেখানে নবাব দম্পতির খাওয়া-দাওয়ার পাশাপাশি বেবোর ধূমপানের একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।পজানা গেছে, লন্ডনে নাকি বেশিরভাগ সময়ই ধূমপান করেছেন ৩৪ বছর বয়সী
এই অভিনেত্রী। মাঝে মধ্যে সিগারেট হাতে নিয়েই ফোনে কথা বলতে বলতে বাইরে এসে
উত্তেজিত হয়ে পড়েছিলেন।তবে অপর প্রান্তে কে ছিলেন তা জানা যায়নি। ওই সময় এক ভক্ত ছবি তুলতে
চাইলেও কারিনা ছবি তুলতে নিষেধ করেন। পরে অবশ্য ভক্তের আবদার মিটিয়েছেন
কারিনা।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন