আশরাফুলের শাস্তি কমেছে
আপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
এবি- ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আবেদনে অবশেষে সাড়া দিয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেল।
আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। অথ্যাৎ
নিষেধাজ্ঞার মেয়াদ ৩ বছর কমানো হয়েছে। সোমবার বিকেলে এমন সিদ্ধান্ত আসে।
তবে দুই বছরের ক্ষমাযোগ্য শাস্তির বিধান রেখে রায় ঘোষণা করা হয়।
এরফলে ২০১৬ সালের আগস্ট থেকেই মাঠে দেখা যেতে পারে জনপ্রিয় ব্যাটসম্যান
আশরাফুলকে।
অন্যদিকে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজিং ডিরেক্টর শিহাব চৌধুরীর ১০
বছরের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ট্রাইব্যুনাল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ আগস্ট বা তারপর ক্রিকেটে ফিরতে
পারেন আশরাফুল। গত বছরের ১৩ আগস্ট থেকে কার্যকর রয়েছে আশরাফুলের
নিষেধাজ্ঞা।
তাই ২০১৬ পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতেই হচ্ছে তাকে। এর মধ্যে
বিসিবি বা আইসিসির কোনো শিক্ষা বা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে সাবেক
এই অধিনায়ককে। সেক্ষেত্রে তিন বছর পর বাতিল হতে পারে বাকি দুই বছরের
নিষেধাজ্ঞা। তবে জরিমানার ১০ লাখ টাকা দিতেই হচ্ছে আশরাফুলকে।
এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাচ
ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের
জন্য যেকোনো ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে।
গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে
আশরাফুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা
করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়। আপিল করার
সুযোগ থাকায় গত জুলাইয়ে আশরাফুল বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান
বিচারপতি আব্দুল রশিদ বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতেই আশারাফুলের
শাস্তি কমনো হল।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন