, , No Comments


ইমন-তানির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ!

Logoআপডেট:
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৪
1

এবি প্রতিবেদক
চিত্রনায়িকা
ববির পর এবার অশ্লীলতার অভিযোগ উঠেছে ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয়
অভিনয়শিল্পী ইমন-তানির বিরুদ্ধে। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত একটি ছবির
পোস্টারে ববির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে।


কাহিনী সেখানেই শেষ হয়নি, চিত্রনায়িকা ববি ও পরিচালকের মাঝে এসব নিয়ে
কাদা ছোঁড়াছুড়ি হয়েছে বহুদিন। ববি দাবী করেছেন তিনি কিছুই জানতেন না,
পরিচালক তাকে ভুলভাবে উপস্থাপন করেছেন।


অন্যদিকে পরিচালকের দাবী ছিল ববি সব জেনে বুঝেই করেছিলেন সব। সেই
বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ইমন ও তানির বিরুদ্ধে উঠলো অশ্লীল নৃত্য
এবং আপত্তিকর দৃশ্যের অভিযোগ।  ইমন-তানি জুটির নতুন ছবি ‘কখনো ভুলে যেও
না’। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ছবিটি আগামী ২২শে আগস্ট ছবিটি
সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।


কিন্তু মুক্তি পাওয়ার আগেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ছবিটি নিয়ে। অভিযোগ
অনুযায়ী, ছবির একাধিক গান জুড়েই রয়েছে চরম অশ্লীলতা। একটি গানে ইমন-তানি
বৃষ্টির মাঝে যে নৃত্য করেছেন সেটা রীতিমত কুরুচিপূর্ণ। নাচের ভঙ্গিমা থেকে
শুরু করে একান্ত দৃশ্যগুলো পর্যন্ত সবই অস্বস্তিকর। এমনকি সেই গানের মধ্যে
বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে নায়িকার শরীরের বিশেষ বিশেষ অংশ। আবার
সিনেমার বেশ কিছু স্থির ছবি এরই মাঝে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেগুলোতেও
দেখা যাচ্ছে দুজনকে আপত্তিকর ভঙ্গিমায়। তবে কি তানির হাত ধরেই চলচ্চিত্রে
ফিরে আসতে যাচ্ছে অশ্লীলতা? অন্তত ইউটিউবে ছবির গান দেখে যে কারো মনেই হতে
পারে যে নায়িকার কোন অসুবিধা নেই অকারণেই খোলামেলা হতে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন