, , No Comments

দ্বৈত চরিত্রে সানি

Logoআপডেট:
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
1

এবি ডেস্ক
বলিউড বেবিডল সানি লিওনকে এবার দেখা যাবে দুই রুপে। প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই পর্নোতারকা।

ছবির নাম 'মাস্তিজাদে'। এ প্রসঙ্গে বলিউড লাইফ জানায়, ‘মাস্তিজাদে’
ছবিতে ‘লিলি’ ও ‘লায়লা লিলি’ নামে দুই জমজ বোনের চরিত্রে দেখা যাবে সানিকে।


অ্যাডাল্ট কমেডি ঘরানার এ ছবিতে তুষার কাপুর ও ভির দাসের বিপরীতেই অভিনয়
করবেন সানি। ধারণা করা হচ্ছে, ‘মাস্তিজাদে’ ছবিতে দুই সানিকে সামলাতে বেশ
কাঠখড় পোড়াতে হবে তুষার আর ভিরকে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন