কিশোরকে নিবেদন করে স্বপ্নকুঁড়ি শ্রোতার আসর
আপডেট:
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
এস এম সালাউদ্দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্বপ্নকুঁড়ি শ্রোতার আসর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্বপ্নকুঁড়ি শ্রোতার আসর।
সদ্যপ্রয়াত সাংবাদিক ও সংগঠক কিশোর কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা
নিবেদন কওে অনুষ্ঠিত হয় আসরটি। এতে অংশ নেন জনপ্রশাসন সচিব কবি কামাল
চৌধুরী, কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা এবং শিল্পকলা একডেমীর
পরিচালক সোহরাব উদ্দীন।
কবি নাসির আহমেদের সভাপতিত্বে আসরে স্বাগত কথনে ছিলেন স্বপ্নকুঁড়ি
সভাপতি কবি হাসান মাহমুদ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সমকালিন
কবিকূল।
সাকিলা মতিন মৃদুলার আবৃত্তি ও উপস্থাপনায় আসরে সংগীত পরিবেশন করেন
শিল্পী ইয়াসমীন মুশতারী, বিশ্বজিৎ রায়, অলকানন্দা বিন্তি, ঐশিকা নদী,
প্রকাশ বণিক ও হাসান মাহমুদ প্রমূখ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন