অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
আপডেট:
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
এবি প্রতিবেদক
৮৭তম
অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি আহ্বান করা
হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম
সোসাইটিজ এর উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান
করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও ৮৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কোঅর্ডিনেটর মনোনীত করেছে রবিন শামসকে ।
এবার বাংলাদেশ কমিটি অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে
বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র
আহ্বান করেছে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে ১ অক্টোবর ২০১৩ এর পর মুক্তি পাওয়া
ধারাবাহিকভাবে ৭(সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যে কোনো
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
বাছাই
প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সংগঠনটি আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের, হাসান
হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউ ইস্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফরম ও
বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে জমা দেওয়ার
জন্য অনুরোধ জানিয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন