এবার যুক্তরাষ্ট্রে ‘অচেনা হৃদয়’
এবি প্রতিবেদক
দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের প্রেক্ষাগৃহ কাঁপাতে যাচ্ছে প্রসূন-ইমন জুটির ‘অচেনা হৃদয়’।
গত ২২ মে দেশজুড়ে মুক্তি পায় এ ছবিটি। বাংলাদেশের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে ছবিটি মুক্তি দিতে চলেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এসআই খান।
আগামী ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ‘অচেনা হৃদয়’। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি অঙ্গরাজ্য ছবিটি প্রদর্শীত হবে বলে জানা গিয়েছে। বিদেশে ছবিটি পরিবেশন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জোন এন্টারটেইনমেন্ট গ্রুপ। এস.আই খান পরিচালিত ‘অচেনা হৃদয়’ ছবিতে প্রসূন-ইমন ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ প্রমুখ। প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, দেশের বাইরে ‘অচেনা হৃদয়’ প্রর্দশনের ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন পরিচালক এস.আই খান। এর অংশ হিসেবে দেশে ছবিটি মুক্তি দেয়ার আগেই ইংরেজী সাব-টাইটেল করা হয়। ছবিতে মোট ৬টি গান রয়েছে। গেয়েছেন বেলাল খান, কোনাল, সুকন্যা, নওমী, শামীম ও ইভা। সংগীত পরিচালনায় আছেন পিন্টু ঘোষ ও বেলাল খান। আমেরিকার পর ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার প্রেক্ষগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন