, , No Comments

অভিনেত্রী সোনিয়ার নগ্ন ভিডিও নিয়ে মিডয়িায় তোলপাড়!

Logoআপডেট: শুক্রবার, ০৩ জুলাই, ২০১৫
এবি ডেস্ক
একের পর এক ফাঁস হতেই চলেছে বলিউড ইন্ডাস্ট্রির মডেল-অভিনেত্রীদের নগ্ন ছবি ও ভিডিও।

অভিনেত্রীদের সব গোপন কর্মের এসব তথ্য ফাঁসের ঘটনায় এখন পুরো বিশ্বমিডিয়ায়ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় অনেকের মধ্যেই চাপা আতঙ্ক বিরাজ করছে।

বলিউডের সাথে সাথে এই হাওয়া লেগেছে কোলকাতার টলিউডেও। সেই ছবি ফাঁসের ধারাবাহিকতায়ই রাধিকা আপ্তে, হংসিকা মোতওয়ানি, প্রীতি গুপ্তের পর এবার অনলাইনে বেকায়দায় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া আগরওয়াল।

অনলাইনে যেন ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে তাঁর নগ্ন হয়ে স্নানের দৃশ্য। অন্তরঙ্গ মুহূর্তে সোনিয়ার সঙ্গে এক ব্যক্তিকেও দেখা যাচ্ছে। যদিও টলিপাড়ার অন্দরে গুঞ্জন, এভাবে নাকি প্রচারের আলোয় আসার জোর চেষ্টা চালাচ্ছেন সোনিয়া। তাঁর আসন্ন ছবি বৃন্দাবন কলোনির প্রচারের জন্যই নাকি একরকম বাণিজ্যিক কৌশল এটি। যদিও অভিনেত্রী নিজে এ প্রসঙ্গে মুখ খোলেননি।

দৃশ্যে নায়িকাকে দেখা যাচ্ছে, স্নান করতে ও পোশাক বদলাতে। যদিও এই ভিডিওটি আসল না সিনেমার দৃশ্য- তা নিয়ে এখনও জলঘোলা রয়েছে। এদিকে ভিডিওটি বৃহস্পতিবার দুপুরে ইউটিউব একাউন্ট থেকে সরিয়ে নেয়া হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন