, , No Comments

বিয়ের পিঁড়িতে বসলেন নিগার

Logoআপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
এবি ডেস্ক
দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অবশেষে বিয়ের কাজটি সেরে ফেললেন ভারতীয় টেলিভিশনের প্রিয়মুখ নিগার খান।


জানা গেছে, দুবাই প্রবাসী ও ব্যবসায়ী খৈয়াম শেখের সাথে বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছেন তিনি। চলতি মাসের ২২ তারিখে সূদর দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিগারের বিয়ের জন্য টুইটার বার্তায় শুভেচ্ছা জানানো ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

‘দ্য খান সিস্টার্স’- এর এই তারকা তার বিয়ের ছবিও টুইটারে পোষ্ট করেছেন। নিগার অভিনেত্রী গোহর খানের বোন। তিনি গত বছর ‘বিগ বস’- এ অংশ গ্রহণ করেছিলেন।


উল্লেখ্য, এই দম্পত্তির মধ্যে অনেক দিন থেকেই প্রেমের সস্পর্কের কথা শোনা যায়। অবশেষে তারা এ বছরই বিয়ের সিদ্ধান্ত নেন। অত:পর বিয়ের মধ্যদিয়েই ঘটল দীর্ঘ দিনের প্রেমের অবসান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন