, , No Comments

আসছে সিমলার ‘ম্যাডাম ফুলি-২’

Logoআপডেট: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
এবার নির্মাণ হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘ম্যাডাম ফুলি’ এর সিক্যুয়েল। ১৬ বছর পর তৈরি হওয়া এ ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা সিমলাকে।

ছবির নাম রাখা হয়েছে ‘ম্যাডাম ফুলি -২’। পরিচালনায় থাকবেন আশিকুর রহমান। প্রথম ছবির নির্মাতা ছিলেন শহীদুল ইসলাম খোকন। তাই তার কাছ থেকে অনুমতিও নিয়েছেন আশিকুর।

এদিকে সিক্যুয়েল ছবিটির জন্য চলতি বছরের এপ্রিলে এফডিসিতে নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানালেন এ পরিচালক। আর নায়িকা সিমলা জানান, ৫ জুলাই ছবিটি নিয়ে সঙ্গে তার চুক্তি হয়েছে। পূর্ণাঙ্গ পা-ুলিপিটি হাতে পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দিকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এখন চলছে চিত্রনাট্য লেখা ও প্রস্তুতিমূলক কাজ।


উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ ছবিটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছিল। এ ছবির মধ্যে দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় চিত্রনায়িকা সিমলার। নৈপুণ্য অভিনয়ের জন্য পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই নায়িকা। ‘ম্যাডাম ফুলি -২’ দিয়ে আবারো পর্দা কাঁপাতে যাচ্ছেন সিমলা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন