একি হাল চিত্রনায়ক রিয়াজের!
এবি প্রতিবেদক
রাতভর পুবাইলের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। তার সারা গায়ে কাদা-বালি। পরনে ময়লা লুঙ্গি-শার্ট।
রাতভর পুবাইলের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। তার সারা গায়ে কাদা-বালি। পরনে ময়লা লুঙ্গি-শার্ট।
গলায় ঝোলে তোয়ালে। তবে তার এই অনিয়ন্ত্রিত যাপনই আসল নয়। এর পেছনে রয়েছে দুঃখময় অতীত। প্রিয় পাঠক আসলে এই চিত্রটি রিয়াজের বাস্তব জীবনের নয়। দৃশ্যটি একটি নাটকের।
আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। নাটকের নাম ‘বিলম্বিত বিরহে’। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এর চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চনচল।
নাটকে রিয়াজের নাম বিপুল দা। গল্পে আরও দু’জন রয়েছেন- মাজনুন মিজান ও নাদিয়া। তারা দম্পতি। তবে মধুর নয়, পারস্পরিক সম্পর্ক। এ দু’জনের জীবনে বিপুল দা’র অবদান অনেক। ‘বিলম্বিত বিরহে’ ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে দেশ টিভিতে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন