, , No Comments

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন শহিদ কাপুর

Logoআপডেট: বুধবার, ০১ জুলাই, ২০১৫
এবি ডেস্ক
বিয়ের সানাই বাজতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের। সাবেক প্রেমীকাদের হৃদয় ভেঙ্গে আগামী ৭ জুলাই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই তারকা। দিল্লিবাসী মীরা রাজপুত তাঁর হবু বউ।


এখন দু’পক্ষেই চলছে সাজগোজের ড্রেস রিহার্সাল। যতই হোক, বিয়ে প্রত্যেকের জীবনেই একটি বিশেষ ঘটনা! আর সেই বিশেষ দিনে বিশেষভাবে সেজে ওঠার চাহিদা সাধারণ মানুষের মতো সেলিব্রিটিদেরও কম নয়।

শহিদের ব্যক্তিগত স্টাইলিস্ট এবং খুব কাছের বন্ধু কুণাল রাওয়ালই বর সাজানোর দায়িত্ব নিয়েছেন। বাবা পঙ্কজ কাপুর এবং শহিদের দুই ভাই ইশান এবং রুহানেরও পোশাক তৈরি করেছেন কুণাল। সূত্রের খবর, বিয়ের দিন শহিদের পছন্দ ‘ক্লিন, ক্লাসিক, ম্যানলি’। অর্থাৎ পরিচ্ছন্ন বনেদি পোশাকে পুরুষালি ‘লুক’ পছন্দ তাঁর।

মনে করা হচ্ছে, সেলাই করা প্যান্টের সঙ্গে গলা বন্ধ স্যুট বা আচকান, অথবা স্লিম ফিট স্যুটেও দেখা যেতে পারে শহিদকে। সম্প্রতি দুবাই থেকে বেশ কিছু জুতো কিনেছেন নায়ক। বিয়েতে সেই জুতোই পরবেন তিনি। প্রসঙ্গত, ডিজাইনার হিসাবে পুরুষদের পোশাক তৈরিতে কুণালের নাম প্রথম সারিতে রয়েছে। গত ২৬ জুন মুম্বাইতে অভিনেতা অর্জুন কাপুরের ‘সারপ্রাইজ বার্থ ডে পার্টি’-তেও পোশাক পরিকল্পক ছিলেন কুণাল।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন