, , No Comments

শাহেদ-প্রভার কমিশন

Logoআপডেট: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
কমিশন দেওয়া-নেওয়া নিয়ে আমাদের জীবনে নানা ঘটনা লেগেই থাকে। ব্যবসা বাণিজ্য থেকে ব্যক্তিগত জীবন সবখানেই কমিশন থাকলেও এই কমিশন শব্দটাকে আমরা নেতিবাচক চোখেই দেখি।

সম্প্রতি তেমনই বিষয় নিয়ে নির্মিত হয়েছে আহসান হাবিব রচিতও খায়রুল পাপন পরিচালিত নাটক ‘কমিশন’।

এতে দেখা যাবে, ম্যাক খান এবজন কোরিওগ্রাফার, যে কমিশনের বিনিময়ে তার স্টুডেন্টদের কাজের ব্যবস্থা করে দেন। কমিশন আদায়ের জন্য সে আশ্রয় নেয় নানান ছল-চাতুরির।

একটি ঘটনার মাধ্যমে সে বুঝতে পারে, কমিশনের টাকা তার জন্য না, তিনি সম্মান নিয়েই বাঁচতে চান এমনি ঘটনাপ্রবাহে নির্মিত হয়েছে নাটকটি। এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান ও প্রভা। এছাড়াও অভিনয়ে রয়েছেন চিত্রলেখা গুহ, মুনিয়া ইসলামসহ অনেকে। আরজিবির প্রযোজনায় নাটকটি ঈদে একুশে টিভিতে প্রচার হবে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক খায়রুল পাপন বলেন, এ নাটকে শাহেদ শরিফ একজন কোরিওগ্রাফার আর প্রভা একজন উঠতি মডেল। এ নাটকে শাহেদ প্রভার কাছ থেকে কমিশন নেয়। তারপরের ঘটনা জানতে হলে নাটক দেখতে হবে। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন