, , No Comments

অস্ট্রেলিয়াকে ওয়ানডে খেলারও প্রস্তাব দেয়া হবে : পাপন

Logoআপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ সফরে টেস্টের পাশাপাশি তাদের ওয়ানডে খেলারও প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুবাইয়ে আইসিসির পরবর্তী সভায় এ প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আগামী মাসে দুবাইয়ে আইসিসির পরবর্তী সভা বসছে। মূলত সেখানেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ প্রস্তাব দেয়ার কথা ভাবছি আমরা।’বিসিবি সভাপতি আশাবাদী, এ প্রস্তাবে রাজি হবে তারা। তিনি বলেন, ‘যেহেতু ২টি টেস্ট খেলতে আসছে তারা। তাই ওয়ানডে খেলার জন্য তারা রাজি হতেও পারে।’বিশ্বকাপের পর থেকেই ঘরের মাঠে বাংলাদেশের ব্যস্ত সূচি। পাকিস্তান ও ভারতের পর এখন দক্ষিণ আফ্রিকা দলও বাংলাদেশ সফর করছে। ৩০ জুলাই থেকে ৩ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে ঢাকা ছাড়বে প্রোটিয়ারা।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা দল ঢাকা ছাড়লেই মাঝখানে বেশ কিছুদিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল। এর পর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। তবে তাদের ঢাকায় আসার সময় এখনো চূড়ান্ত হয়নি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন