, , No Comments

সানি লিওনের স্বপ্ন সফল হতে যাচ্ছে

Logoআপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

এবি ডেস্ক
গ্ল্যামার আর আকর্ষণীয় ফিগারের জন্য চাহিদার তুঙ্গে থাকা ইন্দো-কানাডিয়ান বংশোদ্ভূত ও প্রাক্তন পর্নো তারকা সানি লিওন বলিউডের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে এতদিন অভিনয়ের সুযোগ পাননি।

ইচ্ছা থাকলেও সালমান, শাহরুখ ও অক্ষয় কুমারের মত বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়ে উঠেনি তার। এবার সানির দীর্ঘদিনের সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।


গোয়াতে নিজের টিভি শো-র শ্যুটিংয়ের সময় অক্ষয় কুমারের সঙ্গে দেখা হয়েছিল সানির। ওই সময় অক্ষয়ও তাঁর আগামী সিনেমা ‘সিং ইজ ব্লিং’-এর জন্য গোয়াতে শ্যুটিং করছিলেন। তখনই অক্ষয়ের টিম সানিকে এই সিনেমায় ক্যামিও রোলের প্রস্তাব দেন।


সূত্রের খবর, অক্ষয়ের প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান সানি। নিজের ব্যস্ত শিডিউলের ফাঁকেই একদিন সময় বের করে অক্ষয়ের সঙ্গে শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান। সানি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে জানিয়েছিলেন, ‘আজ আমার এক স্বপ্ন পূরণ করার সুযোগ এসেছে। বলিউডে নতুন করে শুরু করার ক্ষেত্রে এক প্রথম পদক্ষেপ। দারুন খুশি লাগছে’।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন