, , No Comments

প্রিয় মিডিয়া বন্ধু,

Logoআপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
আপনি আর্কাইভভূক্ত হতে নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়.....

প্রিয় মিডিয়া বন্ধু,
‘আমার বিনোদন’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুণ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘শিল্পের পথে সুন্দরের সাথে সবসময়’ শ্লোগানে- বিনোদন অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে সম্প্রতি আমরা যাত্রা করেছি পরিক্ষামূলক সম্প্রচারে। একই সাথে দেশ-বিদেশের শিল্প-সংস্কৃতির সকল শাখার সংগঠন ও মিডিয়াকর্মীদের বর্ণাঢ্য কর্মযজ্ঞের দূর্লব তথ্যসম্ভার নিয়ে সাজাতে যাচ্ছি বর্ণীল মিডিয়া আর্কাইভ। আপনিও অংশ নিন অনবদ্য এই শিল্পযজ্ঞে। নিজেকে ও নিজের সৃষ্টিকর্মকে আজীবনের জন্য জীবন্ত রাখতে আমাদের তথ্য সহায়তা করুণ।  

বর্ণাঢ্য কলেবরে আমরা আসছি শীঘ্রই, সঙ্গেই থাকুন..........................


জেনে নিন আর্কাইভভূক্তির প্রাথমিক নির্দেশনা-
    1.    কবি-সাহিত্যিকদের ক্ষেত্রে- নূন্যতম ৫টি প্রকাশনা(গ্রন্থ/উপন্যাস) এবং ১০ বছর সাহিত্যচর্চার অভিজ্ঞতা থাকতে হবে।
    2.    মঞ্চ ও সিনেমাকর্মীদের ক্ষেত্রে- ১০ বছরের অভিজ্ঞতা এবং নূন্যতম ৫টি প্রযোজনায় সম্পৃক্ততা থাকতে হবে।
    3.    নাট্য/যাত্রা/সার্কাস/আবৃত্তি/সঙ্গীত/নৃত্য/সাহিত্যসহ যেকোন সংগঠনের ক্ষেত্রে- ১০ বছর বয়স ও নূন্যতম ৫টি প্রযোজনা থাকতে হবে।
    4.    টেলিভিশনকর্মীদের ক্ষেত্রে- ১০ বছরের অভিজ্ঞতা এবং নূন্যতম ১৫টি নাটক/অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    5.    যাত্রা, সার্কাস ও যাদুশিল্পীদের ক্ষেত্রে- শিক্ষানবিস সময় পরবর্তী ১০ বছরের অভিজ্ঞতা এবং নূন্যতম ৫টি প্রযোজনায় সম্পৃক্ততা থাকতে হবে।
    6.    আবৃত্তি ও উপস্থাপনার ক্ষেত্রে- শিক্ষানবিস সময় পরবর্তী ১০ বছরের অভিজ্ঞতা এবং নূন্যতম ৩টি অ্যালবাম/প্রযোজনায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
    7.    নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও ভাস্করদের ক্ষেত্রে- শিক্ষানবিস সময় পরবর্তী ১০ বছরের অভিজ্ঞতা এবং ২টি একক প্রদর্শনী থাকতে হবে।
    8.    ক্রীড়াবিদদের ক্ষেত্রে- নূন্যতম ৫ বছর লীগ বা ৫ বছর জাতীয় পর্যায়ের যে কোন ক্লাবে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
    9.    বিনোদন সাংবাদিকদের ক্ষেত্রে- ১০ বছরের অভিজ্ঞতা ও প্রত্যেক বছরের প্রকাশিত নূন্যতম ২টি করে লেখাসহ মোট ২৫টি লেখা সংযুক্তিতে দিতে হবে।


পনি কি উপরোক্ত যে কোনো বিভাগে নিজেকে যোগ্য বলে মনে করেন? তাহলে আজই নি¤œ ঠিকানায় যোগাযোগ করে বিনামূল্যে প্রোফাইল ফরম সংগ্রহ করে নিজেকে আর্কাইভভূক্ত করুণ। 

(শিল্প-সাহিত্য ও সংস্কৃতি তথা বিনোদন ভিত্তিক যেকোন তথ্য দিয়ে আমাদের সহায়তা করুণ)



ওয়েব: www.amarbinodon.com  ই-মেইল: amarbinodon.info@gmail.com  অথবা, shihabblink@gmail.com
২৬৫/এ/১ দক্ষিণ যাত্রাবাড়ী (তৃতীয় তলা), ঢাকা -১২০৪. মুঠোফোন: ০১৯১৯-১৬-১৯৭১, ০১৯৩১-১৬-১৯৭১, ০১৯২৩-১৬-১৯৭১, ০১৭১৩-৬১১-৬০৬.


নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়-

ব্যাক্তিগত পরিচিতি

ক্যাটাগরি : অভিনেতা/নির্মাতা/সঙ্গীতশিল্পী/কবি/ সাংবাদিক/ অঙ্কনশিল্পী/......................

পূর্ণ নাম : ..................................................., মিডিয়ার নাম : ..........................................................,
মিডিয়ার নাম(ইংরেজিতে) : ........... এখানে বড় অক্ষরে লিখুন............., জন্ম তারিখ ও সন : .....................................,
গ্রামের বাড়ি/জন্মস্থান : 
বর্তমান আবাসস্থল : 
পিতার নাম ও পেশা : 
মায়ের নাম ও পেশা : 
শিক্ষাগত অবস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান :
মিডিয়ার পাশাপাশি পেশা :
উচ্চতা : ................., রাশি : ....................., জাতীয়তা ও ধর্ম : ........................., রক্তের গ্রুপ : ..................,
অবসরে কি করেন/শখ : 
কি হতে চেয়েছিলেন :
মিডিয়ায় প্রথম কাজের নাম ও সময়কাল : 
প্রথম কাজের পরিচালক/নির্দেশক/নাট্যকার/সহ-শিল্পী বা কার কাছে হাতেখড়ি :
বিশেষ পারদর্শীতা বা গুণ : .................................., নিজের চোখে নিজের দোষ : ...........................................,
ভাই-বোন কতজন, আপনি কততম : 
বিবাহিত হলে- স্বামী/স্ত্রীর নাম : 
বিয়ের তারিখ ও সন : 
ক্রমানুসারে সন্তানদের নাম(যদি থাকে) : 
মিডিয়ায় কার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন : 
প্রিয় মানুষ/ব্যক্তিত্ব : 
প্রিয় লেখক ও বই : 
প্রিয় রঙ ও খাবার : 
প্রিয় শিল্পী ও গান : 
ভবিষ্যৎ পরিকল্পনা :
স্বরণীয় মূহুর্ত বা ঘটনা :
মুঠোফোন/ই-মেইল/ব্যক্তিগত ওয়েব(যদি থাকে) : 
পারফর্মেন্স- নাটক/সিনেমা/বিজ্ঞাপন/গান/অনুষ্ঠান : 
পরিচালনা/নির্দেশনা/প্রকাশিত বই : 
অন্যান্য কাজ (যদি থাকে) : ....................................................., পুরস্কার/সম্মাননা :                   



তারিখ ও স্বাক্ষর



নিজের সম্পর্কে আরও তথ্য থাকলে- লিখুন : (লেখার প্রয়োজনে অপরপৃষ্ঠা বা একাধিক পাতা ব্যবহার করুণ)
(দ্রুত আপনার তথ্য দিন এবং অন্য মিডিয়াকর্মীদেরও এ বিষয়ে উদ্ভুদ্ধ করুন। আপনি চাইলে যেকোন প্রশ্ন এড়িয়ে যেতে পারেন)
‘ফটোগ্যালারীর জন্য দলীয় লোগো সহ প্রোডাকশন/কার্যক্রমের ছবি ১-১’শ বা তার অধিক- যতবেশী দেওয়া যায় ভালো- ই-মেইল করুন’

(বি:দ্র: কোন থিয়েটার দল বা সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকলে অনুগ্রহপূর্বক পদবীসহ তার বিবরণ দিন)
--- এ রকম আপনার সাংগঠনিক ডাটা আর্কাইভভুক্ত করার জন্যও আমাদের ফরম রয়েছে, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুণ ---

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন