, , No Comments

অসহায় নারী তিশা!

Logoআপডেট: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
বাবার আকস্বিক মৃত্যু ও মায়ের অসুস্থতার জন্য ইটভাঁটায় কাজ শুরু করেন তিশা। এক পর্যায়ে ম্যানেজারের প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভানের ফাঁদে পা পড়ে যায় তার।

কিন্তু বিয়ের পরে জানা যায়, লোকটি বিবাহিত ও সন্তানের বাবা। অত্যাচার মাত্রা ছাড়ালে স্বামীকে রক্তাক্ত করে পালায় তিশা। কিন্তু সেখানেও পাচারকারীর পাল্লায় পড়ে যায় সে। এক ব্যক্তির সহায়তায় উদ্ধার করে নিজেকে, তার সঙ্গে শুরু করে নতুন এক জীবন।

হঠাৎ উপস্থিত প্রাক্তন স্বামী। শুরু হয় অন্য এক অধ্যায়। এমনইভাবে এগিয়ে যায় ‘শেফালী’ নাটকের গল্প। আর এতে সংগ্রামী নারী শেফালীর চরিত্রে অভিনয় করবেন তিশা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘শহরতলীর সংগ্রামী এক নারীর গল্প নিয়েই নাটকের গল্প। ঢাকার একটু দূরে, গাবলতী কিংবা সাভার এলাকায় অনেক নারীই নানা সংগ্রাম করে জীবন যাপন করে। কিন্তু তাদের গল্পটা থাকে সবার অজানা। শেফালীর গল্পটা এমনই এক গল্প।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন