, , No Comments

আইরিনের বিদায়

Logoআপডেট: সোমবার, ০৬ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
চলচ্চিত্রে ক্রমাগত ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে ছোট পর্দা থেকে বিদায় নিলেন মডেল-অভিনেত্রী আইরিন।

বড় পর্দায় নিজের শক্ত অবস্থান গড়ে তুলবার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত আইরিনের। আইরিন বলেন,''বর্তমানে আমার বেশ কয়েকটি ছবির শুটিং চলছে। ভেবেছিলাম এই ছবিগুলোর শুটিং এর ফাঁকে ঈদের কিছু নাটকে অভিনয় করবো। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তা কোনভাবেই সম্ভব না।

তাই ঈদের যে নাটকগুলোর প্রস্তাব পেয়েছিলাম সেগুলো সবিনয়ে ফিরিয়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছি ছোট পর্দায় আর কাজ না করার। আশা করছি আমার ভক্ত-দর্শকরা আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। কারণ তারাই আমার কাজের মূল প্রেরণা।


উল্লেখ্য, বর্তমানে আইরিন প্রায় ছয়টি চলচ্চিত্রে অভিনয় করছেন। আইরিন অভিনীত এই ছবিগুলোর মধ্যে রয়েছে ''তোকে হেব্বি লাগছে'',''টার্গেট'', ''এক পৃথিবী প্রেম'',''সেই তুমি'',''ভালোবাসা প্রেম নয়'','লুকোচুরি প্রেম'' প্রভৃতি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন