, , No Comments

ঈদের নাটকে একসঙ্গে তাহসান-মিথিলা

Logoআপডেট: সোমবার, ০৬ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
দীর্ঘদিন পর আবারো জুটি বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা।

আশফাক নিপুণের পরিচালনায় নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এতে অভিনয় করা প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। আমার প্রতিটি কাজের প্রতিক্রিয়া তার কাছ থেকেই প্রথমে পাই। নাটকে মিথিলা আমার সবচেয়ে প্রিয় সহশিল্পী।

আমি যেহেতু পূর্ণাঙ্গ অভিনয়ের মানুষ না, তাই অভিনয় করতে গেলে নিজের প্রতি খানিকটা সন্দেহ থাকেই। মিথিলা থাকলে সেই বিষয়গুলো সহজ করে নিতে পারি। নাটকটির গল্প চমৎকার। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। তবে নাটকটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। আশাকরি, দর্শক নাটকটি উপভোগ করবেন।


প্রসঙ্গত, নাটকের পাশাপাশি তাহসান ব্যস্ত আছেন তার গান নিয়ে। ঈদে তার নতুন একটি গানও রিলিজ হবে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন