, , No Comments

তীব্র সমালোচনার মুখে মেসি!

Logoআপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
এ সপ্তাহের শুরুর দিকে পাঁচ দিনের সফরে আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট আলি বাঙ্গোর অনুরোধে একটি ফুটবল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

সফরে গিয়ে পোশাক কারণে সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টিনার এই তারকা। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে হাফ-প্যান্ট আর টি-শার্ট পরে দেখা করতে ও ঘুরতে যান মেসি।

তার এ সভ্যতার জন্য গ্যাবনের বিরোধী রাজনৈতিক দল ইউপিজি কড়া প্রতিবাদ জানিয়েছে। এক বার্তায় দলটি জানায়, ফুটবলের সেরা তারকা গ্যাবনে এমন পোশাক পরে এলেন যেন চিড়িয়াখানা দেখতে এসেছেন। পরনে হাফপ্যান্ট, গায়ে টি শার্ট, মুখে না কাটা দাড়ি। দেখে মনে হয়েছে মেসি যেন পশুদের বাদাম খাওয়াতে এসেছেন। এর আগে ব্যালন ডি অর পুরষ্কার অনুষ্ঠানেও পোশাক সংক্রান্ত বিষয়ে বিতর্কে জাড়িয়ে ছিলেন মেসি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন