, , No Comments

মুস্তাফিজের বিশ্ব রেকর্ড

Logoআপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে ও টেস্ট উভয় ফরমেটের অভিষেকেই ম্যাচ সেরার পুরষ্কার জিতে নতুন বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশে তরুণ বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান।


অভিষেক ওয়ানডের পর অভিষেক টেস্ট ম্যাচেও ম্যান অব দ্যা ম্যাচ হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের নতুন এই বোলিং সেনসেশন।


চট্টগ্রাম টেস্টে চার উইকেট শিকারে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ডের মালিক হন তিনি। এর আগে অভিষেক ওয়ানডেতেই ভারতের বিপক্ষে ছয় উইকেট নিয়েছিলেন মাত্রই কৈশোর পার হওয়া সাতক্ষীরার এই বিস্ময়। তবে এ রেকর্ড নিয়ে বেশি মাথা ঘামাতে চান না মুস্তাফিজ। তার ভাবনায় কেবল দেশের জন্য কিছু করা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মূল লক্ষ্য অনেক দিন জাতীয় দলের হয়ে খেলা। দেশের জন্য আরও কিছু করা। দেশের সুনাম বয়ে আনতে ভূমিকা রাখা। শুরুর এই প্রেরণা নিয়ে মুস্তাফিজ এগিয়ে যেতে চান আরও সামনে।


উল্লেখ্য, ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা মোট ১০০ জন। কিন্তু দু’ ধরণের ক্রিকেটেই অভিষেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া প্রথম ক্রিকেটারের নাম মুস্তাফিজুর রহমান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন