, , No Comments

মা বেঁচে থাকলে নিশ্চিত চড় খেতাম: কিং খান

Logoআপডেট: শনিবার, ০৪ জুলাই, ২০১৫
এবি ডেস্ক
গেল ২ জুলাই,বৃহস্পতিবার ছিল ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের মায়ের জন্মদিন। এ উপলক্ষে টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি।

সঙ্গে সঙ্গে নিজের স্বভাবসুলভ দুষ্টুমি করতে একদম ভোলেননি এই সুপারস্টার। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৭৪ এবং আমি তাঁর বয়সটা বলে দেওয়ার জন্য নিশ্চিতভাবেই একটা চড় খেতামৃএটা খুব ভালো একটা দিন।’ শাহরুখের মা সমাজকর্মী লতিফ ফাতিমা খান ১৯৯১ সালে মারা যান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন