, , No Comments

এইচএসসির ফলাফল ৯ আগস্ট

Logoআপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক 
আগামী ৯ আগস্ট প্রকাশিত হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবর দিয়েছে।

সূত্র জানায়, ৮ ও ৯ তারিখে এইচএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও ফল প্রকাশের জন্য ৯ আগস্ট সময় দিয়েছেন।



ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী দুটি কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাববদের সঙ্গে কথা বলবেন। ফল প্রকাশের নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।



এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন