‘রাঢ়াঙ’র দেড়শত রজনীকে ঘিরে নাট্যোৎসব
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’।
নাটকটির ১৫০তম প্রদর্শনী উপলক্ষে নাটকপাড়া খ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যপী নাট্যোৎসব। আগামী ৩০ জুলাই শুরু হয়ে উৎসব চলবে ১ আগষ্ট পযর্ন্ত।
৩০ জুলাই সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা চত্বরে উৎসবটির উদ্বোধন হবে বলে দলসূত্রে জানা গেছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক ‘ভঙ্গবঙ্গ’। মামুনুর রশীদ রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। তিন দিনের এই উৎসবে ৩১ জুলাই ২০১৫ শুক্রবার সন্ধ্যা ৬টায় থাকছে ‘রাঢ়াঙ’ নাটকটির ১৫০তম প্রদর্শনী ও সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার লবিতে থাকবে নাটকের আলোকচিত্র প্রদর্শনী।
উৎসবের শেষ দিন সকাল ১০টায় ‘বহুত্ববাদী সমাজে আদিবাসি সংস্কৃতির বিকাশ’ শীর্ষক সেমিনার থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে। সন্ধ্যা পোনে সাতটায় প্রদান করা হবে আরণ্যক দিপু স্মৃতি পদক এবং সন্ধ্যা ৭টা জাতীয় নাট্যশালায় থাকছে নাটক ‘স্বপ্নপথিক’। হারুন রশীদ রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন