, , No Comments

নাট্যজন রফিকুল ইসলাম আর নেই

Logoআপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
চলে গেলেন বিশিষ্ট নাট্যজন ও মুক্তমঞ্চ থিয়েটারের দলপ্রধান রফিকুল ইসলাম। আজ (২৪ জুলাই ২০১৫) সকাল ১০টার দিকে পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে.....রাজিউন)।
তাঁর প্রথম নামাযে জানাজা বাদ জুম্মা সাইন্সল্যারেটরি ( তার অফিস প্রঙ্গনের) মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর-২ নং সেকশনে তাঁর দীর্ঘ দিনের আবাসস্থানে নেয়া হয়।

বাদ এশা মিরপুর ২ নং সেকশন ( পানির ট্যান্কি রাস্তায়) জামে মসজিদে তাঁর দ্বিতিয় নামাযে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজ শেষে রাতেই তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে বলে জানা গছেে।

মরহুমরে পরবিাররে পক্ষ থকেে তাঁর গনষ্ঠিজন, বন্ধু-বান্ধব, আত্মিয়-স্বজন, পাড়া-প্রতিবেশি সবাইকে তাঁর রূহের মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়ছেে।

নাট্যাঙ্গনের সদা হাস্যউজ্জল এ নাট্যজনের প্রয়াণে বাংলাদশে গ্রুপ থিয়েটার ফেডারেশান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ পথনাটক পরিষদসহ নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন