, , No Comments

পাল্টে গেলো ‘প্রেমী ও প্রেমী’র নাম

Logoআপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
শুটিং শেষ হতে না হতেই পরিবর্তন করা হল অঙ্কুশ-ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’ ছবির নাম। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির নাম এখন রাখা হয়েছে ‘আশিকি’।


বিষয়টি নিয়ে সিনেমাটির ব্যবসায়িক অংশীদার বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘সিনেমাটি আমরা নির্মাণ করছি ভারতের এসকে মুভিজের সঙ্গে। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা সিনেমাটির নাম দিয়েছে আশিকি। আমরাও চিন্তা করলাম একই সিনেমার দুই রকম নাম হতে পারে না। তাই তাদের সঙ্গে আমরাও নাম পরির্তন করলাম।’ ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ভারতের জনপ্রিয় নায়ক অঙ্কুশ। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মৌসুমী।


উল্লেখ্য, বলিউডের একটি জনপ্রিয় সিকুয়েল ছবি ‘আশিকি’। সম্প্রতি ‘আশিকি টু’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পায় এবং ছবির গানগুলো খুব জনপ্রিয়তা পায়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন