টাইগারদের আগুন বলে ২৪৮ রানে অলআউট দ.আফ্রিকা
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
এবি- ক্রীড়া প্রতিবেদক
টানা কয়েক দিনের বৃষ্টিতে মূলউইকেট বেশিরভাগ সময় ঢাকা ছিল। উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে সংশয়ে ছিলেন ক্রিকেটাররা।
টানা কয়েক দিনের বৃষ্টিতে মূলউইকেট বেশিরভাগ সময় ঢাকা ছিল। উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে সংশয়ে ছিলেন ক্রিকেটাররা।
কিন্তু ম্যাচের দিন সকাল থেকেই রোদ থাকায় সব সংশয় কেটে যায়। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ঝলক দেখিয়েছে টাইগাররা।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বাদশ ওভারে মাহমুদউল্লাহর বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন স্টিয়ান ফন জিল। টেস্টে এটাই লিটনের প্রথম ডিসমিসাল। ফন জিলের (৩৪) বিদায়ে ভাঙে দক্ষিণীয়দের ৫৮ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় সেশনের শুরু থেকেই সঠিক লাইন লেংথে বল করে ডিন এলগার ও ফাফ দু প্লেসিকে বেধে রাখে স্বাগতিকরা। আঁটসাঁট বোলিংয়ের পুরস্কার পেতে বেশি দেরি হয়নি তাদের। তাইজুল ইসলামের বলে লিটনের গ্লাভসবন্দি হয়ে ডিন এলগারের (৪৭) বিদায়ে ভাঙে ৭৮ রানের দ্বিতীয় উইকেট জুটি। দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচটি ধরেন উইকেটরক্ষক লিটন। পরের ওভারে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে সাকিব আল হাসানকে বোলিংয়ে আনেন মুশফিক। দ্বিতীয় স্পেলে নিজের প্রথম বলেই ফাফ দু প্লেসিকে (৪৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব।
তৃতীয় সেশনের শুরুতেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার বলে লিটনকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান হাশিম আমলা। পরের বলেই জেপি দুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। প্রথম বলেই ফিরে যান দুমিনি। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক মুশফিক। তাতে সিদ্ধান্ত পাল্টে দুমিনিকে আউট দেন আম্পায়ার জুয়েল উইলসন। মুস্তাফিজের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া কুইন্টন ডি কক টিকেন মাত্র দুই বল। প্রথম বলটি ঠেকিয়ে দিলেও পরের বলেই তার অফ স্টাম্প উপড়ে যায়। মুস্তাফিজের দুর্দান্ত বলটি বুঝতে পারেননি ডি কক।
ভার্নন ফিল্যান্ডারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট জুটির প্রতিরোধ ভেঙেছেন জুবায়ের হোসেন। তার বলে সিøপে ভালো ক্যাচ নেন সাকিব। পরে সাইমন হারমারকে ফিরিয়ে দিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন জুবায়ের। তার শর্ট বলে দূর্দান্ত একটি ক্যাচ লুপেন মুমিনুল হক। সেই ওভারেই শর্ট বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅনে ডেল স্টেইনের ক্যাচ তালুবন্দি করেন তামিম।
পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেটে দলকে ভালো ভিত গড়েন দেন এলগার-ফন জিল-দু প্লেসিরা। সর্বশেষ স্কোর: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৮৩.৩ ওভারে ২৪৮ অলআউট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন